বাংলা এসএমএস

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে!

মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত।

এ কথা যদি সে জানতো?

শুভ রাত্রি

কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে!

হ্যাপি বার্থডে।

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,

যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।

হ্যাপি বার্থডে!

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।

ঈদ মোবারক

 

লাল শাড়ি পরে, হাতে চুড়ি দিয়ে..

ঘুরবে যখন রিক্সায়, পাশে কিন্তুু নিও আমায়..!

ঈদ মোবারক

সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।

আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।

খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প। ঈদ মোবারক

সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।

_আল হাদিস

আজ গরীব বলে কাপে চা খাই,

বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম।

ভুলে আমিও যেতে পারতাম,

কিন্তু আমি কখনও চেষ্টা করিনি।

মাঝে মাঝে তোহ মনে হয়, মশা আমাদের বাসায় নাহ্ আমরা মশার বাড়িতে থাকি।