কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’, যাবে?
দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না
প্রেমের নাম বেদনা,
সে কথা তো বুঝিনি আগে।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে।
আজ গরীব বলে কাপে চা খাই,
বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম।
মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে।
কিন্তু তারা বিশ্বাস করে, মিথ্যাবাদিকে।
ভুলে আমিও যেতে পারতাম,
কিন্তু আমি কখনও চেষ্টা করিনি।