ভুলে আমিও যেতে পারতাম,
কিন্তু আমি কখনও চেষ্টা করিনি।
কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ স্বপ্ন বাধে।
কিছু মানুষ আধার রাতে, চাঁদের সাথে কথা বলে।
কিছু মানুষ দুঃখ পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে।
কিছু মানুষ জোছনা রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে।
মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিস অনেক দুরে, ভালো বাসি এই কথাটি, বলবো না আর তোরে, সুখে যদি থাকিস তুই, আসিস না আর ফিরে, না পাওয়া সুখ খুযে নিবো +কস্টের ভিড়ে+
জীবনে যদি কাওকে সত্যিই মন দিয়ে বন্ধুত্ব করে তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা...
কারণ......
চোখের জল হয়তো মোছা যায়, কিন্তু হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবেনা।
কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন করলে চোখের কোনে অশ্রু জমে।
সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না।
তাইতো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে ব্যাথা কত।
..... l MISS U.....
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি।
তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি,
তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর।
তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন, আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!!!
তুমি যেই আকাশের তারা সেই আকাশ আমি, কি করে ভাবলি বন্ধু তকে ভুলে যাবো আমি, তুমি আমায় ছেড়ে গেলেও আমিতো যাইনি, বিনা দুষে কেন কাদালে আমায় সেটা আজো বুঝিনি।