পাগলী আমার ঘুমিয়ে পড়েছে!
মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত।
এ কথা যদি সে জানতো?
শুভ রাত্রি
নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত...
+শুভ রাত্রি+
কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ স্বপ্ন বাধে।
কিছু মানুষ আধার রাতে, চাঁদের সাথে কথা বলে।
কিছু মানুষ দুঃখ পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে।
কিছু মানুষ জোছনা রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে।
- শুভ রাত্রি -
আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পরবে এটা হতে পারে না..
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না।
এটাই হল ভালবাসা. "শুভ রাত্রি"
আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত, চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? -শুভ রাত্রি-
সন্ধ্যা তোমার লালচে আকাশ, মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু, জাগবে তোমার সাথে।
#শুভ রাত্রি
আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে, মন কে শান্ত রাখার চেষ্টা করে, তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।
জোনাকি হল রাতের বাতি।
স্বপ্ন নাকি ঘুমের সাথি।
মন হল মায়াবী পাখি।
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।
তাই জানাই তোমাদের "শুভ রাত্রি"।
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভোলা মন।
মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।
নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো।
** শুভ রাত্রী **
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায় তবুও তুমি রঙ্গিন থাকবে,
কারন চোখ বন্ধ করলেই তোমায় রাজ কন্যার মত দেখি,
{ শুভ রাত্রি }