তুমি আমার রঙ্গিন শপ্ন, শিল্পীর রঙ্গে ছবি।
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল।
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।
তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ পলক চোখের যাক থেমে,
দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার,
উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই।
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?
আমি বলব চোখের পাতা নড়ে যতবার।
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলব আকাশে তারা আছে যত..!
তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো।
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন।
নদী যেমন দেয় মোহনা, তোমার'ই আমি তোমার উপমা।
কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ স্বপ্ন বাধে।
কিছু মানুষ আধার রাতে, চাঁদের সাথে কথা বলে।
কিছু মানুষ দুঃখ পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে।
কিছু মানুষ জোছনা রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে।
যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
এখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে, ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে, করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে।
রাজার আছে অনেক ধন, আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্র বাসা, আমার মনে একটি আশা,
তোমায় শুধু ভালোবাসা।
জীবনে যদি কাওকে সত্যিই মন দিয়ে বন্ধুত্ব করে তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা...
কারণ......
চোখের জল হয়তো মোছা যায়, কিন্তু হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবেনা।