বাংলা এসএমএস

বাকা চাঁদের হাসিতে, দাওয়াত দিলাম আসিতে, আসতে যদি না পারও ঈদ মোবারক গ্রহন কর

সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।

আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।

খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প। ঈদ মোবারক

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে?

খুশীর আভাসে আজ পৃথিবী দোলে, তোমার জন্য ছিলো কত অপেক্ষা তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা।

*”” ঈদ মোবারাক “”*

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,

দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,

অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।

তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো।

যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন।

নদী যেমন দেয় মোহনা, তোমার'ই আমি তোমার উপমা।

কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ স্বপ্ন বাধে।

কিছু মানুষ আধার রাতে, চাঁদের সাথে কথা বলে।

কিছু মানুষ দুঃখ পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে।

কিছু মানুষ জোছনা রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে।

- শুভ রাত্রি -

আসছে ঈদ লাগছে ভালো, তাইতো আমায় বলতে হলো, ঈদ মানে আকাশ ভরা এল, ঈদ মানে সবাই থাকবে ভালো।

*ঈদ মুবারক*

কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ স্বপ্ন বাধে।

কিছু মানুষ আধার রাতে, চাঁদের সাথে কথা বলে।

কিছু মানুষ দুঃখ পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে।

কিছু মানুষ জোছনা রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে।

যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে,

যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,

আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।

ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়,

আমার এসএমএস তোমাকে শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক