ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।
ঈদ মোবারক
লাল শাড়ি পরে, হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়, পাশে কিন্তুু নিও আমায়..!
ঈদ মোবারক
সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।
আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।
খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প। ঈদ মোবারক
তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস, তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস।
তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত, তোমাকে জানাই *ঈদ মোবারক*
ভোর হলো দুর চোখ খুলে দেখরে রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে,
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা
ঈদ মোবারক
বাকা চাঁদের হাসিতে, দাওয়াত দিলাম আসিতে, আসতে যদি না পারও ঈদ মোবারক গ্রহন কর
সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।
আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।
খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প। ঈদ মোবারক
ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে, তোমার জন্য ছিলো কত অপেক্ষা তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা।
*”” ঈদ মোবারাক “”*
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।
আসছে ঈদ লাগছে ভালো, তাইতো আমায় বলতে হলো, ঈদ মানে আকাশ ভরা এল, ঈদ মানে সবাই থাকবে ভালো।
*ঈদ মুবারক*