রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা।
= শুভ সকাল
মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যা্ সাগর বলে কূল মিলেছে আমিতো আর নাই.. শুভ সকাল
সূর্যের আলো ঘুম ভাঙাল।
ভোরের পাখি গান শুনাল।
দূর আকাশের ঝাপসা আলো।
কানে কানে বলে গেল।
সকাল যে হয়ে এল।
তোমরা সবাই আছো ভাল?
"শুভ সকাল"
আয় না আবার আয় না ফিরে, হাঁটব দুজন হাতটি ধরে।
একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে, থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে.!!
- শুভ সকাল
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়,
নতুন আলোয় সাজল নতুন দিন,
সেই খুশিতে তোমায় জানাই, শুভ সকাল।
রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়,
নতুন আলোয় সাজল নতুন দিন,
সেই খুশিতে তোমায় জানাই, শুভ সকাল।
কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় "শুভ সকাল"
আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে,
তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।
জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহবান,
জেগেছে সূর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল।