তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই।
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?
আমি বলব চোখের পাতা নড়ে যতবার।
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলব আকাশে তারা আছে যত..!
যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
কদমে কদমে ভরে গেছে চারপাশ, এলো বুঝি বর্ষার মাস।
নদী নালা থৈ থৈ, বন্ধু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি, বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।
মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিস অনেক দুরে, ভালো বাসি এই কথাটি, বলবো না আর তোরে, সুখে যদি থাকিস তুই, আসিস না আর ফিরে, না পাওয়া সুখ খুযে নিবো +কস্টের ভিড়ে+
সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না।
তাইতো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে ব্যাথা কত।
..... l MISS U.....
কথা হয়েছিল সেই দিন বন্ধ হয়েছিল যেই দিন।
দুঃখ কষ্ট পাবো সেই দিন ভুল বুঝবে যেই দিন।
আমি ভুলে যাবো সেই দিন মরে যাবো যেই দিন।