হাসির এসএমএস

আজ গরীব বলে কাপে চা খাই,

বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম।

মাঝে মাঝে তোহ মনে হয়, মশা আমাদের বাসায় নাহ্ আমরা মশার বাড়িতে থাকি।

শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না! তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?

ভাবিয়া করিও প্রেম, করিয়া ভাবিও না, কিভাবে খাইবে বাঁশ, টেরও পাইবে না!

স্বামীঃ যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো

শালীঃ বলো বলো আরো বলো লাগছে মন্দ না

স্ত্রীঃ তোমা গো জীবনের এই স্বপ্ন কভু সত্যি হবার নয়***

স্যারঃ বলোতো ভালোবাসার ওজন কতো?

ছাএঃ দুই মণ = ৮০ কেজি*

স্যারঃ তার মানে কি?

ছাএঃ মেয়ের ১মণ = ৪০কেজি, ছেলের ১মণ = ৪০ কেজি (৪০+৪০) =৮০ কেজি

স্যারঃ অবাক হয়ে...!!

মেয়ে:- তুমি একটা বদ।

ছেলে:- তুমি কি ভালো?

মেয়ে:- হ্যাঁ, আমি ভালো।

ছেলে:- তার মানে তুমি বদ না?

মেয়ে:- হ্যাঁ, আমি বদ না।

ছেলে:- RFL বদনা?

মেয়ে:- না, মানে আমি বদ না।

ছেলে:- সেটাই তো বললাম তুমি RFLবদনা।

কপাল আর লুঙ্গীর মধ্যে মিল কোথায়?

দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে!

- কপাল খুললে পৌষ মাস,

- আর লুঙ্গী খুললে সর্বনাশ।

ক্লাসে স্যার ছাত্র ছাত্রীদের বললঃ একটা গান করোতো

ছাত্রছাত্রীঃ ওকে স্যার

ছাত্রীঃ আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব।

ছাত্রঃ তোরে আমি বিয়া করবো, কি করবে তোর বাপ?

স্যারঃ It's 100% Love.. Love.. Love.

ডাক্তারঃ আপনার ওজন দু-কিলো কমে গেছে কেন?

মহিলাঃ ও, আজ মেক আপ করিনি তো তাই!