ঋতু কালিন এসএমএস

বসন্তের আগমনে কোকিলের সুর, গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর।

বর্ষার আগমনে সাদা কাশফুল, এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।

বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে,

চলনা হারিয়ে যাই আজ আপন মনে।

পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই, আষাঢ় মাস কে স্বাগত জানাই।

হে বসন্ত, খনিকের মায়ায় যাসনে তুই চলে, যদিও যাবি, যাস তুই আমায় একটু বলে।

যাবার সময় দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া।

দিবি কি আমায়??

আমি এই অল্প খানি চাই, সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়।

আগুন ভরা আকাশ, গরম গরম বাতাস। ছিরবিরানি গা, গরম কমে না। কলসি কলসি জল, মাথায় দিবি কত বল। এইতো সবে শুরু, ভালো থেকো গুরু। শুভ গরম কাল।

শেষ হলো বর্ষার দিন, সামনে আসিতেছে শীতের দিন।

কাপতে হবে টিন টিনা টিন টিন।

আগে থেকেই প্রস্তুতি নিন।

শীতের জামা কাপড় কিনে নিন।

কদমে কদমে ভরে গেছে চারপাশ, এলো বুঝি বর্ষার মাস।

নদী নালা থৈ থৈ, বন্ধু তুমি আছো কই।

মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি, বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।

আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী।

আজ নাকি সারাদিন রোদের সাথে আরি।

রোদটাও খুব অভিমানী উঠতে নাহি চায়, এই সুযোগে বৃষ্টি নাকি দারুন মজা পায়।

মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস।

বৃষ্টি ভেজা গা, পানিতে ভেজা পা।

বৃষ্টি থামেনা চারদিকে জল, পা সামলে চল।

বৃষ্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে,

বলনা কেমন আছ তুমি বৃষ্টির রিমঝিম এই ক্ষনে?