উপদেশ এসএমএস

জীবনে যদি কাওকে সত্যিই মন দিয়ে বন্ধুত্ব করে তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা...

কারণ......

চোখের জল হয়তো মোছা যায়, কিন্তু হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবেনা।

বিশাল হৃদয় দিয়ে কি হবে যদি দুঃখ না বোঝে, ফেন্ডশিপ করে কি হবে যদি মূল্য না দাও, ভালবেসে কি হবে যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও।

মানুষ মানুষের জন্য, মানুষকে ভেবোনা বাজারের পন্য।

হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো, তাই বলে তুমি নিভিয়ে দিওনা, তার জীবনের আলো।

কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।

কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে, যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে!!

পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয়।

তুমি তাকেই ভালোবাস যে তোমাকে কষ্ট দেয়। তাকে কষ্ট দিওনা যে তোমাকে ভালোবাসে।।

তুমি যদি তোমার ভালোবাসার মানুষটির বড় বড় ভুল গুলো ক্ষমা করতে না পারো,

তাহলে তাকে ভালোবাসার যোগ্য তুমি নও।

যখন ভালবাসা তোমার কাছে অজানা তখন বুঝবেনা সুখ কী?

যখন কাউকে ভালবাসবে তখন বুঝবে ব্যাথা কী?

যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কী।

হে যুবক! ঊত্তাল তরঙ্গে তরঙ্গায়িত যুবতির রুপ যৌবনের প্রদীপ একদিন অক্কা পাবে, তুমি সেই ক্ষনিকের স্বাদ উপভোগের জন্য তার পিছে পড়ে সুন্দর কে অসুন্দর করো না।