বাংলা এসএমএস

শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না! তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?

ভাবিয়া করিও প্রেম, করিয়া ভাবিও না, কিভাবে খাইবে বাঁশ, টেরও পাইবে না!

তুমি আমার রঙ্গিন শপ্ন, শিল্পীর রঙ্গে ছবি।

তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি।

তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল।

তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।

তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ পলক চোখের যাক থেমে,

দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার,

উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।

তোমাকে ভেবে পৃথিবী আমার

অদেখা তবু একে যাই

আমার ভেতর শুধু তুমি

আর তো কিছু পায়নি ঠাই।

যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?

আমি বলব চোখের পাতা নড়ে যতবার।

যদি বলো তোমায় ভালবাসি কত?

আমি বলব আকাশে তারা আছে যত..!

মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ

নিরব নিস্তব্ধ এই রাতে,

আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।

দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,

এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত...

+শুভ রাত্রি+

তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস, তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস।

তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত, তোমাকে জানাই *ঈদ মোবারক*

ভোর হলো দুর চোখ খুলে দেখরে রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে,

নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা

ঈদ মোবারক