ভালবাসার এসএমএস

তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি,

তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর।

তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন, আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!!!

তুমি যেই আকাশের তারা সেই আকাশ আমি, কি করে ভাবলি বন্ধু তকে ভুলে যাবো আমি, তুমি আমায় ছেড়ে গেলেও আমিতো যাইনি, বিনা দুষে কেন কাদালে আমায় সেটা আজো বুঝিনি।

বিশাল হৃদয় দিয়ে কি হবে যদি দুঃখ না বোঝে, ফেন্ডশিপ করে কি হবে যদি মূল্য না দাও, ভালবেসে কি হবে যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও।

মানুষ মানুষের জন্য, মানুষকে ভেবোনা বাজারের পন্য।

হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো, তাই বলে তুমি নিভিয়ে দিওনা, তার জীবনের আলো।

যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকেনা, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়।

আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মত মন থাকেনা।

কারন মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়**।

কারো ভয়ে কখনো নিজের ভালোবাসাকে শেষ করে দিয়ো না।

যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস, আস্থা নিয়ে হাতে হাত রেখ।

দেখবে একদিন সত্যি হবে তোমার ভালোবাসা।

ডার্লিং, এমন কিছু আছে যা আমি তোমাকে বলিনি, তোমার সাথে সেই ছোট্ট মিনিটগুলো আমার কাছে খুবই মূল্যবান।

তুমি আমার স্বপ্ন আমি প্রতি রাতে দেখি। তোমাকে প্রথম ভাবা হয় আমি প্রতিদিন সকালে ভাবি। তুমি আমার সুখ আমি প্রতিবার অনুভব করি। তুমি আমার সবচেয়ে প্রিয় স্মৃতি আমি কখনই ভুলতে চাই না।

আমার জীবনের মিষ্টি রহস্য তুমি। আমার সত্যিকারের সাথী, আমার হৃদয়ের স্পন্দন, সোনালী মুহূর্ত এবং আমার একমাত্র শুভকামনা আপনি।