বাংলা এসএমএস

ভোর হলো দুর চোখ খুলে দেখরে_

রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_

নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_

ঈদ মোবারক

মন চাইছে কারো সাথে কথা বলি। মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি। ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম। ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি। =ঈদ মোবারক=

তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস, তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস।

তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত, তোমাকে জানাই "ঈদ মোবারক"।

হাঁসের ডিম মুরগির ডিম, দেখা হবে ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি! ঈদ মোবারক।

সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।

আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।

খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।

ঈদ মোবারক

আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে, মন কে শান্ত রাখার চেষ্টা করে, তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।

জোনাকি হল রাতের বাতি।

স্বপ্ন নাকি ঘুমের সাথি।

মন হল মায়াবী পাখি।

ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।

তাই জানাই তোমাদের "শুভ রাত্রি"।

আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভোলা মন।

মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।

নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো।

** শুভ রাত্রী **

যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায় তবুও তুমি রঙ্গিন থাকবে,

কারন চোখ বন্ধ করলেই তোমায় রাজ কন্যার মত দেখি,

{ শুভ রাত্রি }

রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়,

নতুন আলোয় সাজল নতুন দিন,

সেই খুশিতে তোমায় জানাই, শুভ সকাল।