বাংলা এসএমএস

পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয়।

যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকেনা, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়।

আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মত মন থাকেনা।

কারন মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়**।

ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখে ছিলমা।

ভেবেছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে অন্য কাউকে নয়, আমি শুধু তোমাকে ভালোবাসি।

কিন্তু আমার সময়টা যে খারাপ, এক বার হাত ধরাতে এই অবস্থা দ্বিতীয় হাত ধরলে বাকি জীবনটা শেষ হয়ে যাবে।

তোমাকে পাওয়াটা আমার ভগ্যে নায়।

আজ বলবো কি যে তোমায় তুমি অনেক ভালো থেকো আমি আমার মত না হয়...

প্লিজ নিজের খেয়াল রেখো! অনেক ভালো থেকো।

তুমি তাকেই ভালোবাস যে তোমাকে কষ্ট দেয়। তাকে কষ্ট দিওনা যে তোমাকে ভালোবাসে।।

তুমি যদি তোমার ভালোবাসার মানুষটির বড় বড় ভুল গুলো ক্ষমা করতে না পারো,

তাহলে তাকে ভালোবাসার যোগ্য তুমি নও।

যখন ভালবাসা তোমার কাছে অজানা তখন বুঝবেনা সুখ কী?

যখন কাউকে ভালবাসবে তখন বুঝবে ব্যাথা কী?

যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কী।

হে যুবক! ঊত্তাল তরঙ্গে তরঙ্গায়িত যুবতির রুপ যৌবনের প্রদীপ একদিন অক্কা পাবে, তুমি সেই ক্ষনিকের স্বাদ উপভোগের জন্য তার পিছে পড়ে সুন্দর কে অসুন্দর করো না।

তুমি সময়কে সময় দাও তাহলে সময় একদিন তুমাকে সময় দিবে।