খুদেবার্তা

সূর্যের আলো ঘুম ভাঙাল।

ভোরের পাখি গান শুনাল।

দূর আকাশের ঝাপসা আলো।

কানে কানে বলে গেল।

সকাল যে হয়ে এল।

তোমরা সবাই আছো ভাল?

"শুভ সকাল"

আয় না আবার আয় না ফিরে, হাঁটব দুজন হাতটি ধরে।

একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে, থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে.!!

- শুভ সকাল

সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।

আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পরবে এটা হতে পারে না..

ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..

তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না।

এটাই হল ভালবাসা. "শুভ রাত্রি"

আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত, চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? -শুভ রাত্রি-

সন্ধ্যা তোমার লালচে আকাশ, মনের ভুলের রাতে।

না ঘুমোনো তারা কিছু, জাগবে তোমার সাথে।

#শুভ রাত্রি

তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ Yar! bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !

পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !

আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর !

রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে,

নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।

রং মেখে ললনা, হালে দুলে চলনা।

এমন দিনে কেউ করোনা ছলনা। "শুভ পহেলা বৈশাখ"