ঈদ মোবারাক এসএমএস

আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে

তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক

সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।

সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন।

এই কামনায় "ঈদ মোবারাক"

শপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।

তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।

বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।

ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।

ঈদের হাওয়া লাগুক প্রাণে, মন ভরে যাক নতুন গানে!!

ঘুম ঘুম চোখে স্বপ্নীল চাওয়া ঈদে হোক সব কিছু পাওয়া।

।। ঈদ মোবারক ।।

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়, 

কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়,

মনের গহীন থেকে মিষ্টি এসএমএস দিয়ে জানাই

সবাই কে "অগ্রিম ঈদের শুভেচছা" ঈদ মোবারক

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,

সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল।

ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

ভোর হলো দুর চোখ খুলে দেখরে_

রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_

নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_

ঈদ মোবারক

মন চাইছে কারো সাথে কথা বলি। মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি। ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম। ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি। =ঈদ মোবারক=