খুদেবার্তা

তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস, তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস।

তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত, তোমাকে জানাই *ঈদ মোবারক*

ভোর হলো দুর চোখ খুলে দেখরে রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে,

নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা

ঈদ মোবারক

বাকা চাঁদের হাসিতে, দাওয়াত দিলাম আসিতে, আসতে যদি না পারও ঈদ মোবারক গ্রহন কর

সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।

আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।

খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প। ঈদ মোবারক

Rongdhuno Ashe Ronger Tane, Suvas Ashe Fuler Tane, Bondhu Ashe Bondhuttor Tane, Mon Sute Jai Moner Tane, EID Ashe Khusir Tane, Advnc EID MUBAROK

Shuvo rat shuvo din, Agami kal eid er din.

Enjoy korbo simahin, Eid pabona protidin.

Tomar dawat roilo Eid er din.

Anesi prem priti valobasa, Anesi akotar gan, Anesi hasi khusir joyar,

Aj dhoni-doridro shob Ak, Aj gota prithibi miloner gane mokhor, nei kono vedaved, dhonno tumi Eid dhonn o @EID MUBAROK

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে?

খুশীর আভাসে আজ পৃথিবী দোলে, তোমার জন্য ছিলো কত অপেক্ষা তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা।

*”” ঈদ মোবারাক “”*

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,

দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,

অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।

তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো।

যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন।

নদী যেমন দেয় মোহনা, তোমার'ই আমি তোমার উপমা।