স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,

কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠাৎ চমকে!

ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে,

ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা!

মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম