স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা!
মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!
- কাজী নজরুল ইসলাম
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
- হুমায়ূন আহমেদ
সততার নিকট দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না
- উইলিয়াম শেক্সপিয়র
মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা।
- মানিক বন্দ্যোপাধ্যায়