Date of Birth:
১৬ অক্টোবর ১৯৫৬ মিঠাখালী, মোংলা
মৃত্যুর তারিখ:
২১ জুন ১৯৯১
শিক্ষা:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (Rudra Mohammad Shahidullah) একজন প্রয়াত বাংলাদেশী কবি ও গীতিকার যিনি "প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ" এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ। আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশী শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি তাদের অন্যতম।