হযরত মুহাম্মদ (সাঃ)

Date of Birth:  

২৯ আগস্ট ৫৭০ মক্কা, হেজাজ, আরব উপদ্বীপ (অধুনা মক্কা, সৌদি আরব)

পিতাঃ আব্দুল্লাহ, মাতাঃ আমিনা

মৃত্যুর তারিখ:  

৮ জুন ৬৩২ (বয়স ৬২), ১২ রবিউল আউয়াল, ১১ হিজরি ইয়াসরিব (মদিনা), হেজাজ, আরব উপদ্বীপ (অধুনা মদিনা, সৌদি আরব)

শিক্ষা:  



বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)। মোহাম্মদ এবং মুহম্মদ নামেও পরিচিত, ছিলেন একজন আরবের ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি হলেন ঐশ্বরিকভাবে প্রেরিত ইসলামের সর্বশেষ নবী, তথা ‘বার্তাবাহক’, যার উপর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআন অবতীর্ণ হয়। মুহাম্মাদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন।

তিনি ধর্মীয় জীবনে যেমন সফল ছিলেন, তেমনই রাজনৈতিক জীবনেও। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য; বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সাফল্য। কুরআনের পাশাপাশি তার শিক্ষা এবং অনুশীলনগুলি ইসলামী ধর্মীয় বিশ্বাসের ভিত্তি স্থাপন করে।

আনুমানিক ৫৭০ খ্রিষ্টাব্দে (হস্তিবর্ষ) মক্কা নগরীতে জন্ম নেওয়া মুহাম্মাদ মাতৃগর্ভে থাকাকালীন পিতা হারা হন। শৈশবে মাতাকে হারিয়ে এতিম হন এবং প্রথমে তার পিতামহ আবদুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালিবের নিকট লালিত-পালিত হন। হেরা পর্বতের গুহায় ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন।

হযরত মুহাম্মদ (সাঃ) বই

হযরত মুহাম্মদ (সাঃ) উক্তি