অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়
মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ তখন অকেজো হয়ে দাড়ায়
- প্রবাদ বাক্য
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ,
পালকের পাখি নীড়ে ফিরে যায়
ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন?
নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন?
কতোটা জীবন!!
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ