আমি কবি নই - শব্দ শ্রমিক।
শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়,
হৃদয়ের কালো বেদনায়
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
- রবীন্দ্রনাথ ঠাকুর
কাপড়ে যেমন রোদের গন্ধ
তেমনি আমারো শরীরে কিছুটা লেগে আছে প্রিয় আগুনের ঘ্রান
বেদনার সুখে
প্রেমের নাম বেদনা,
সে কথা তো বুঝিনি আগে।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে।
- সংগৃহীত বাণী