ওমরার জন্য ইহরাম বাঁধা কী?

ওমরার জন্য ইহরাম বাঁধা কী

  • harun
    Lavel 1

    তারিখ

    উত্তরঃ ফরয

    اَلْاِحْرَامُ (ইহরাম) শব্দটি حَرَامٌ (হারাম) শব্দ থেকে এসেছে।

    যার অর্থ হলো কোনো জিনিসকে নিজের ওপর হারাম বা নিষিদ্ধ করে নেয়া। আর এ ইহরামই হজ ও ওমরার প্রথম ফরজ কাজ।