ইহরাম বাঁধার পর হজে বাধাপ্রাপ্ত হলে কী করতে হবে?

হজ পালনকারী অসুস্থ হলে কিভাবে ইহরাম বাঁধতে হবে? ইহরাম বাঁধার পর হজে বাধাপ্রাপ্ত হলে কী করতে হবে?

  • suma
    Lavel 1

    তারিখ

    উত্তরঃ কুরবানি

    অসুস্থ বা ভিত ব্যক্তি এ কথা বলে ইহরাম বাধার পর যদি কোনো কারণে হজ আগে ইহরাম থেকে হালাল হতে হয় তবে সে কুরবানি করা ছাড়াই হালাল হয়ে যাবে। আর যদি ইহরামের সময় শর্ত না করে তবে ইহরাম থেকে হালাল হওয়ার জন্য তার ওপর দম ওয়াজিব হয়ে যাবে এবং পশু জবাই করার পর সে হালাল হবে।