ইহরাম বাঁধার পর হজে বাধাপ্রাপ্ত হলে কী করতে হবে?
661
ভিউ
ভিউ
হজ পালনকারী অসুস্থ হলে কিভাবে ইহরাম বাঁধতে হবে? ইহরাম বাঁধার পর হজে বাধাপ্রাপ্ত হলে কী করতে হবে?
তারিখ
উত্তরঃ কুরবানি
অসুস্থ বা ভিত ব্যক্তি এ কথা বলে ইহরাম বাধার পর যদি কোনো কারণে হজ আগে ইহরাম থেকে হালাল হতে হয় তবে সে কুরবানি করা ছাড়াই হালাল হয়ে যাবে। আর যদি ইহরামের সময় শর্ত না করে তবে ইহরাম থেকে হালাল হওয়ার জন্য তার ওপর দম ওয়াজিব হয়ে যাবে এবং পশু জবাই করার পর সে হালাল হবে।