যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।
- হেলাল হাফিজ
যে মোরে করিল পথের বিবাগী;
পথে পথে আমি ফিরি তার লাগি
- জসীম উদ্দীন