কী যে খুঁজি, নিজেই পাই না বুঝে হেলায় ভুলে,
খেয়াল খুলে দেয়াল মরি জুঝে।
আমার দিন কেটে যায় খুঁজে!
- সংগৃহীত বাণী
ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে।
হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে।
- রবীন্দ্রনাথ ঠাকুর