ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।
- প্রবাদ বাক্য
কারও পৌষ মাস, কারও সর্বনাশ।
চোরে চোরে আলি এক চোরে বিয়া করে আরেক চোরের হালি
উচিত কথার ভাত নাই
বাড়ির গরু কোলার ঘাস খায় না
সত্য কথা বলে শয়তানকে অপমান করো
অল্প শোকে কাতর অধিক শোকে পাথর
মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ তখন অকেজো হয়ে দাড়ায়
যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই
ওস্তাদের মাইর শেষ রাইতে
চোরের দশ দিন, গিরস্তের এক দিন
একবার না পারিলে দেখ শতবার
যা গেছে বয়ে, কী হবে কয়ে
যে দিন যায় সেদিন আর আসে না