মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
607
ভিউ
ভিউ
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি
- ছেঁড়াতার
- কী চাহ হে শঙ্খচিল
- চাকা
- বাকী ইতিহাস
তারিখ
উত্তরঃ কী চাহ হে শঙ্খচিল
ব্যাখ্যাঃ মমতাজউদ্দীন আহমেদ আমাদের সাহিত্য জগতে একজন কীর্তিমান নাট্যব্যক্তিত্ব। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা করেছেন। কী চাহ হে শঙ্খচিল নাটকটি তিনি মুক্তিযুদ্ধ পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া না পাওয়া বেদনা, হারানোর বেদনা চিত্র একেছেন।