ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা?
608
ভিউ
ভিউ
ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা
তারিখ
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা কারন বিশ্বের বড় দেশ ইংরেজিতে কথা বলে যেমন, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রেলিয়া। ইংরেজরা বিশ্বের ৯৪ টি দেশকে নিজেদের আয়ত্বে এনে উপনিবেশ তৈরী করেছিল। এসব দেশে তাদের আধিপত্ব চলতে থাকে। কাজেই তাদের ইচ্ছায় বিশ্বের অনেক দেশে ইংরেজি ছড়িয়ে পরে। এছাড়াও ইংরেজি একটি সহজ ভাষা যার মাত্র ২৬ টি বর্ণ আছে এমনকি উচ্চারণেও নেই তেম ঝামেলা।