ফটোশপে লেয়ারের কাজ কি?

  • alif
    Lavel 1

    তারিখ

    ফটোশপে উচু মানের ইফেক্ট করা বা একাধিক ছবিকে একসাথে লাগিয়ে কম্পোজিট ইমেজ তৈরী করায় ফটোশপ লেয়ারের কাজ। ফটোশপে কাজের সুবিধার্থে বিভিন্ন ইমেজ বা কাজকে ভিন্ন ভিন্ন লেবেলে নেবার জন্য ফটোশপ লেয়ার ব্যবহার করার প্রয়োজন পড়ে। ফটোশপে লেয়ার ব্যবহার করে আমরা ইমেজ গুলোর বিভিন্ন অংশ গুলোকে আলাদা আলাদা ভাবে সরাতে কিংবা এডিট করতে পারি।