বুদ্ধদেব গুহ

Date of Birth:  

২৯ জুন ১৯৩৬ কলকাতা,পশ্চিমবঙ্গ

মৃত্যুর তারিখ:  

২৯ আগস্ট ২০২১ (বয়স ৮৫) কলকাতা ভারত

শিক্ষা:  



বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি মূলত বন, অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা ঋতু গুহ। বহু বিচিত্রতায় ভরপুর এবং অভিজ্ঞতাময় তার জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্বআফ্রিকা তার দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষের সঙ্গেও তার সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরংগ পরিচয়।

বুদ্ধদেব গুহ বই