সমরেশ বসু

Date of Birth:  

১১ ডিসেম্বর ১৯২৪ বিক্রমপুর, ঢাকা

মৃত্যুর তারিখ:  

১২ মার্চ ১৯৮৮ (বয়স ৬৩) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

শিক্ষা:  



সমরেশ বসু (Samaresh Basu) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু; কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।